নিজস্ব প্রতিবেদক- আর্ত-মানবতার সেবায় নিবেদিত সাদ-ই-নূর ফাউন্ডেশন। হতদরিদ্র দুঃস্থ অসহায়দের নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সংগঠনটি। সংগঠনটির কর্ণধার আসাদুজ্জামান আনছারী ও ন.নাহার আনছারী দম্পতি নিরলসভাবে কুড়িগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন। প্রতি কোরবানির ঈদে সংগঠনটি দুঃস্থ অসহায়দের মাঝে কোরবানির পশুর মাংস বিলিয়ে দেন। তারই ধারাবাহিকতায় এবারও কুড়িগ্রামের দূর্গম চরের দু:স্থ মানুষের জন্য কোরবানির গরু কেনা হয়েছে । প্রতিবছর এমন উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে সংগঠনটির অন্যতম কর্ণধার ন.নাহার আনছারী জানান- "যেদিন জেনেছিলাম চরের অনেক দু:স্থ অসহায় মানুষ আছে, ঈদের দিনে কেউ কোরবানির মাংস দিলে গরুর মাংস বছরে একবার খায়, না দিলে পরের বছরের জন্য অপেক্ষা করে, সেইদিন থেকে এ পথে নেমেছিলাম । এলাকায় অনেক গরীব মানুষ, দোয়া করবেন সামনে বছর আল্লাহপাক আমাদেরকে আরো বেশি কিছু করার তৌফিক দান করুক।"
তাদের এমন মহৎ উদ্যোগ তরুণদের উদ্বুদ্ধ করছে, মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহ তৈরি করছে। সাদ-ই-নূর ফাউন্ডেশন তাদের এমন আলোকিত উদ্যোগের মাধ্যমে সমাজ উন্নয়নে ও তরুণদের মানবিক হতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আশা রাখি।