1. titulh9@gmail.com : T TIMES NEWS : T TIMES NEWS
  2. info@www.ttimesnews.com : T TIMES NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদের ২০২৫-২০২৬ সালের উপদেষ্টা পর্ষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত: বাগেরহাটের বাতিঘর লতিফ মাস্টার ফাউন্ডেশন ও মোবাইদুল ইসলাম বিদ্যালয় এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে জন‍্য মানবসেবায় বন্ধুরা ফাউন্ডেশন দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের স্মরণে দোয়া মাহফিল সম্পন্ন রবীন্দ্র সাহিত্য পরিষদের আজীবন সদস্য হলেন গুণী কবি ও সংগঠক ন. নাহার আনছারী। বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে। উদযাপিত হলো জ্ঞান সঙ্গী লেখক উৎসব-২০২৫ নগরকান্দা চরযশোরদী ব্যস্তপটি গ্রামের রাস্তার বেহাল দশা — বৃষ্টিতে জনদুর্ভোগ চরমে বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত। দিনাজপুরে ৬০০পিছ ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রেফতর

কন্যাসন্তান – মাঈন উদ্দীন

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সম্পাদকীয়- কিছু কিছু পুরুষ স্ত্রীর গর্ভধারণের কয়েক মাস পরেই আল্ট্রাসনোগ্রাম করতে মরিয়া হয়ে উঠে। গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে জানার জন্য উদগ্রীব হয়ে থাকে। এটি মোটেও উচিত নয়। আল্লাহর পক্ষ থেকে যেটিই আসুক তা আমাদের জন্য আমানত। আমানত পরম যত্নে আগলে রাখতে হয়।

 

আল্ট্রাসনোগ্রাম করার পর যখন জানতে পারে গর্ভের সন্তানটি মেয়ে। তখন অনেক পুরুষ গর্ভের সন্তানটি নষ্ট করার জন্য স্ত্রীকে চাপাচাপি করতে থাকে, স্ত্রী রাজি না হলে মারধর করে অথবা বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আবার অনেক পুরুষ স্ত্রীর প্রতি উদাসীন হয়ে যায়, ঠিকমত ভরণপোষণ দিতে চায়না, কেউ কেউ তো স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে ফেলে।

 

গর্ভের ভ্রুণ নষ্ট করা হত্যার শামিল। স্ত্রীর গর্ভাশয় পাত্রবিশেষ, পুরুষের বীর্য সেখানে জমা থেকে আল্লাহর কুদরতে বাচ্চা পয়দা হয়, এটি কেবলমাত্র আল্লাহর মহিমা। ছেলে মেয়ে হওয়া আল্লাহর কুদরতের উপর নির্ভরশীল, এটি পুরুষের মাধ্যমেই আল্লাহপাক দিয়ে থাকেন, এখানে স্ত্রীলোকের কোনো ভূমিকা নেই, তারা শুধুমাত্র বাচ্চাটি গর্ভে ধারণ করে।

 

কুড়িগ্রামের রৌমারীতে এক পুরুষের স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছিল, কন্যা সন্তানের কথা শুনে পুরুষ লোকটি শশুড়বাড়িতে মিষ্টির প্যাকেটে মাটি ও ইটের খোয়া ভরে এনেছিল। মেয়ে হওয়াতে স্ত্রীকে হুমকি ধামকি ও নির্যাতন করতো।

 

কুষ্টিয়া আদ্-দ্বীন হাসপাতালে এক পুরুষ তার স্ত্রীর আল্ট্রাসনোগ্রাম করাতে এসেছিল। পুরুষ লোকটি স্ত্রীকে বলেছিল, কন্যাসন্তান হলে বাচ্চা নষ্ট করে ফেলতে হবে। নাহলে স্ত্রীকে তালাকের হুমকি দেয়। আল্ট্রাসনোগ্রাম করার পর যখন জানা গেল কন্যা সন্তান হবে, তখন মহিলাটি ভয় পেলো। হাসপাতালের নার্সদের সব খুলে বললো এবং অনুরোধ করলো যেন তার স্বামীকে বিষয়টি না বলে। নার্সরা মানবতার খাতিরে সম্মতি দিলেন। মহিলাটি তার স্বামীকে জানালো পুত্র সন্তান হবে। স্বামী তো আনন্দে আটখানা। পরম যত্নে স্ত্রীর দেখাশোনা করতে লাগলো। প্রসবের সময় ঘনিয়ে আসলে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করালো। সন্তান জন্মের পর যখন তাকে জানালো হলো কন্যা সন্তানের পিতা হয়েছেন। তার মাথায় আগুন ধরে গেল। হাসপাতালে তুলকালাম বাঁধিয়ে দিল, বাচ্চা চুরি হয়েছে ভেবে থানা থেকে পুলিশ নিয়ে আসলো। নার্সদের কথা কেউ বিশ্বাস করতে চাইলো না তাই স্ত্রীলোকটির জ্ঞান ফেরার অপেক্ষায় রইলো সবাই।

 

যখন তার জ্ঞান ফিরলো পুলিশ সবকিছু শুনে হতবাক হলো। পুরুষ লোকটিকে পুলিশ বুঝিয়ে চলে গেলে লোকটি আবার ঝামেলা বাধালো। সে বাচ্চা আর স্ত্রীকে বাড়ি নিতে অস্বীকৃতি জানালো। তাদেরকে হাসপাতালে ফেলে সে চলে গেল। হায়রে মানুষের বিবেক!

 

আমার ৭ বছরের একটি মেয়ে আছে, আমার খুব যত্ন করে। আমাকে গোসল করিয়ে দেয়, গায়ে মুখে সাবান লাগিয়ে ঘষে ঘষে ময়লা তুলে আর বলে- “বাবা তুমি কি বলদ? নিজের যত্ন নিতে পারো না। গায়ে এত ময়লা কেন?”

সে আমার মাথার চুল আঁচড়িয়ে দেয়। খুবই খাতির যত্ন করে। মাঝে মাঝে ভাবি, ছেলে হলে কি এমনটি করতো! আমার যত্ন নিত! বরং আমি মনে করি আমার কন্যা সন্তানের জন্য আমার জীবনে আল্লাহপাক বরকত ও রহমত দ্বিগুণ করেছেন।

 

উত্তম পুরুষ তো সেই, যে আল্লাহর দেওয়া উপহার কন্যাসন্তান হাসিমুখে গ্রহণ করেন। আনন্দচিত্তে লালন পালন করেন। প্রতিটি পুরুষের জন্ম হয় নারীর গর্ভ থেকে আর প্রতিটি নারীই কন্যাসন্তান হয়ে পৃথিবীতে এসেছে। কন্যাসন্তানকে ভালোবাসা মানে নিজের মাকে ভালোবাসা, সম্মান করা। প্রকৃত উত্তম পুরুষ তো সেই, যে তার মাকে ভালোবাসে, ভালোবাসে স্ত্রীকে, বোন এবং কন্যাকে।

লেখক ও প্রকাশক: মাঈন উদ্দীন, টি টাইমস নিউজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট