নিজস্ব প্রতিবেদক
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফরিদপুরের সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সজিব আল হুসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোল্লা মোঃ ফরহাদ মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “জরুরি সিদ্ধান্ত মোতাবেক সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সজিব আল হুসাইনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হলো। একইসাথে দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা বহিষ্কৃত ব্যক্তির সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখেন।”
সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন,
“কিছুদিন আগে আমরা জানতে পারি সজিব এনসিপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সেখানে তাঁকে সমন্বয়কারী করে একটি দল গঠনের কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন এবং বলেন এনসিপি থেকে পদত্যাগ করবেন। পরে আমরা বুঝি যে তিনি আমাদের দলের সঙ্গে দ্বিচারিতা করছেন। অর্থের লোভে তিনি আমাদের আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাই আমাদের দেরিতে হলেও তাঁকে বহিষ্কার করতে হয়েছে।”
সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির বলেন,
“সজিবের মতো লোক চলে যাওয়ায় দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তিনি আদর্শ নয়, অর্থকেই প্রাধান্য দিয়েছেন। আমরা তাঁকে ধিক্কার জানাই।”