1. titulh9@gmail.com : T TIMES NEWS : T TIMES NEWS
  2. info@www.ttimesnews.com : T TIMES NEWS :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রবীন্দ্র সাহিত্য পরিষদের আজীবন সদস্য হলেন গুণী কবি ও সংগঠক ন. নাহার আনছারী। বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে। উদযাপিত হলো জ্ঞান সঙ্গী লেখক উৎসব-২০২৫ নগরকান্দা চরযশোরদী ব্যস্তপটি গ্রামের রাস্তার বেহাল দশা — বৃষ্টিতে জনদুর্ভোগ চরমে বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত। দিনাজপুরে ৬০০পিছ ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রেফতর শিমুলিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত  ঐতিহাসিক কর্মী সমাবেশ। দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিবেকানন্দ সাহিত্য উৎসব অনুষ্ঠিত মডেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের সহযোগিতায় সেইভ আর্থ সোসাইটির শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মডেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের সহযোগিতায় সেইভ আর্থ সোসাইটির শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

অপকর্ম যার, শাস্তি তার হাতেনাতে

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

খন্দকার নিজাম বাঙালি
কুমিল্লা জেলা প্রতিনিধি।

যত্রতত্র ময়লা/আবর্জনা ফেলে পরিবেশ দূষণ এবং ইতিপূর্বে খনন ও পরিষ্কার করা খাল ও ড্রেন ভরাট রোধে অভিযান, ভোক্তার অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট এর অর্থদণ্ড এবং জনতার স্বস্তি নিশ্চিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।
উক্ত অভিযানে উপজেলা প্রশাসন ও চৌদ্দগ্রাম পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী, পিডিবির কর্মচারীবৃন্দ, আনসার বাহিনীর সদস্য এবং থানা পুলিশের ৩সদস্যের টিম সহযোগিতা করেন।

উক্ত অভিযান পরিচালনাকালে পরিবেশ দূষণ এবং খাল ও ড্রেন ভরাট করার দায়ে নিম্নোক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ঃ

১। স্ক্র‍্যাপ/বর্জিতাংশ যেমন টিভি/কম্পিউটারের ভাঙা অংশ, ফ্রিজের ককশিট, ছেঁড়া জুতা, কাপড়, পলিথিন, টায়ার ইত্যাদি ফেলে মহাসড়কের পার্শ্ববর্তী ইতিপূর্বে খনন ও পরিষ্কার করা স্বর্পনালা খাল ও সংলগ্ন ড্রেনে ফেলে ভরাট করার অপরাধে উক্ত স্ক্র‍্যাপের দোকান সিলগালা এবং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে এবং উক্ত বর্জ্য অনতিবিলম্বে তাদের নিজ হাতে পরিষ্কারের নির্দেশন দেয়া হয়েছে।

২। আমের আড়তদারগণ তাঁদের পঁচা আম মহাসড়কের পাশে দায়িত্বহীন যত্রতত্র ফেলে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের দূষণ করার অপরাধে তৎক্ষণাৎ তাদের নিজ হাতে সেসকল পঁচা আম পরিষ্কার করে পৌরসভার ডাম্পিং এ ফেলার নির্দেশ বাস্তবায়ন করা হয়।

৩। ড্রেনের মধ্যে শতশত প্লাস্টিকের বোতল ও অন্যান্য বর্জ্য/আবর্জনা ফেলে ভরাট করার অপরাধে পার্শ্ববর্তী দোকানদারদেরকে নিজ হাতে পুনরায় উক্ত ড্রেন পরিষ্কার করানো হয়।

৪। জামে মসজিদ রোডের রন্ধন রেস্টুরেন্টে তাদের রেস্টুরেন্টের সকল ময়লা আবর্জনা পলিথিনে ভরে রাস্তার পাশে এবং ড্রেনে ফেলার অপরাধে তৎক্ষণাৎ তাদের হাতে সেসকল ময়লা পরিষ্কার করা হয়।

৫। জনগণের চলাচলের রাস্তা দখল করায় উপজেলা ভূমি অফিস রাস্তার একটু রেস্টুরেন্টেকে রাস্তা দখলমুক্ত রাখার অঙ্গিকারের মুচলেকা গ্রহণ করা হয়।

৬। উক্ত অভিযান চলাকালে উপজেলা ভূমি অফিসের রাস্তা এবং ওয়াপদা রোডে অবৈধভাবে দখলকৃত স্থাপনা পুনরায় উচ্ছেদ করা হয়।

৭। এছাড়াও দুইটি খাবার হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টে ১৫০০০/- অর্থদণ্ড এবং সরকারি আদেশ অমান্য করে পুনরায় ফুটপাত দখল করার দন্ড বিধি ১৮৬০ অনুযায়ী ১০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।

অপকর্মের শাস্তি নিজ কর্মের মাধ্যমে আত্মসংশোধনের জন্য প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

একমাত্র জনসচেতনতাই পারে আমাদের জন্য একটি সুস্থ, সুন্দর ও বসবাসের উপযোগী ক্লিন চৌদ্দগ্রাম গড়ে তুলতে।

তারিখ: বুধবার ২৪/০৬/২০২৫
সময়: বিকাল ৫.০০ঘটিকা থেকে রাত ৮.৪০ ঘটিকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট