বীরগঞ্জ শালবনে ডাকাতির চেষ্টা: এলাকাবাসীর হাতে কুখ্যাত জালাল ডাকাত আটক, সহযোগীদের খোঁজে পুলিশ
শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শালবাগান সংলগ্ন হাইওয়ে রোডে ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে কুখ্যাত ডাকাত মোহাম্মদ জালাল হোসেন (৩৫)। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা এবং মৃত রজব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতি বার) রাত আনুমানিক ১টার দিকে শালবনে ছয়জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। ওই সময় এলাকায় পাহারার দায়িত্বে থাকা স্থানীয় তরুণেরা তাদের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে ধাওয়া করে। ধাওয়া খেয়ে পাঁচজন পালিয়ে গেলেও একজন—জালাল হোসেন—আটক হন।
এলাকাবাসীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল স্বীকার করেন, তার সঙ্গে ডাকাতি পরিকল্পনায় অংশ নিয়েছিল একই এলাকার রফিকুল ইসলাম, তার ছেলে সোহেল, শহিদুলের ছেলে শরীফ এবং মানিকসহ আরও কয়েকজন। এদের সবাই বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা এবং পূর্বে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় জনগণ ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।