প্রতিবেদক: নাহিদা টাইম নিউজ প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা শহরের পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেইভ আর্থ সোসাইটির উদ্যোগে এবং মডেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের সহযোগিতায় এক ব্যতিক্রমধর্মী ও ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত—সকল এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। সেইভ আর্থ সোসাইটির একঝাঁক তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক সকাল থেকেই হাতে ঝাড়ু, ডাস্টবিন ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেন।
এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে একতার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
সেইভ আর্থ সোসাইটির এক সদস্য জানান,
“শহরের প্রতিটি কোণা যেন পরিচ্ছন্ন থাকে, সে লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। নাগরিকদের অংশগ্রহণ ছাড়া এ কাজ সফল করা সম্ভব নয়।”
মডেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এর এক প্রতিনিধি বলেন,
“শুধু হাসপাতাল নয়, পুরো শহর পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। তাই আমরা এমন সমাজিক কাজে আগামীতেও পাশে থাকবো।”
এই কর্মসূচিটি কুমিল্লার সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠন সেইভ আর্থ সোসাইটি।