মোঃ জিহাদ শেখ (সিফাত) প্রতিনিধিঃ ফরিদপুর জেলা
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ব্যস্তপটি গ্রামের রাস্তাগুলোর অবস্থা বর্তমানে খুবই নাজুক। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তাগুলো চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। একটু বৃষ্টি নামলেই পুরো রাস্তা কাঁদা ও জলাবদ্ধতায় পরিণত হয়, সাধারণ মানুষ তো বটেই, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, “বৃষ্টি নামলেই আমরা ঘর থেকে বের হতে পারি না। রাস্তায় হাঁটতে গেলে গেরাপুন্তক (পিচ্ছিল) হইয়া পড়ে যাওয়ার উপক্রম হয়।” কৃষক, দিনমজুরসহ সাধারণ মানুষদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। বাজারে যেতে, চিকিৎসা নিতে বা জরুরি কাজে বাইরে বের হওয়া রীতিমতো যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীরা আরও জানান, বহুবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি।
এখন সময় এসেছে সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করার। চরযশোরদী ইউনিয়নের ব্যস্তপটি গ্রামের জনগণ দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন।