নিজস্ব প্রতিবেদক-
রবীন্দ্র সাহিত্য পরিষদের আজীবন সদস্য হলেন গুণী কবি ও সংগঠক - ন. নাহার আনছারী । একাধারে তিনি কবি, কথাসাহিত্যিক ও সংগঠক বটে।
দেশ স্বাধীনের বেশ কয়েক বছর পর, কোনো এক শ্রাবণ সন্ধ্যায় কবির আগমন ঘটে ধরণীর বুকে চট্টগ্রাম এর মাটিতে। পিতার নামঃ মোহঃ নূরুল ইসলাম, মাতার নামঃ মোছাঃ শামছুন নাহার ইসলাম।
নেভির ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হাতেখড়ি, তারপর জীবনের নানা সম্পাদ্য-উপপাদ্য জুড়ে হাজারও গল্পকথনের উত্থান। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অনার্স, মাষ্টার্সের ঘর ছোঁয়ার সৌভাগ্য ঘটে। শিক্ষা জীবন শেষে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বছর সাতেক শিক্ষকতা করেন। পরবর্তীতে প্রাইম বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন এক স্বপ্নবাজ নারী স্বামী সংসার আর দুই কন্যার জননী, স্বাধীন দেশের মাটিতে মুক্তিযোদ্ধা বাবা'র সুযোগ্যা প্রথমা মনযোগ দেন সমাজসেবা সহ লেখালেখিতে। কবি ও সংগঠক নুর-উন-নাহার আনছারী ২০২০ সাল থেকে প্রতি বছর দূর্গম চরাঞ্চলের হতদরিদ্রের জন্য কুরবানি এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ ও এতিমখানায় পানির পাম্প বিতরণ করে থাকেন। তার প্রকাশিত এককগ্রন্থ - বসন্ত ফিরে গেছে এবং আমি ও নদীর মিছিল বেশ প্রশংসিত হয়েছে।
কবির স্থায়ী ঠিকানাঃ পূর্ব কালুডাঙ্গা, উলিপুর, কুড়িগ্রাম। বর্তমানে তিনি ঢাকার আফতাবনগরে বসবাস করছেন। পেশায় - শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছেন। রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।