শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
জুলাই ২০২৫ মাসে সফলভাবে অভিযান পরিচালনার স্বীকৃতি স্বরূপ দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন বীরগঞ্জ থানার এএসআই মোঃ সিরাজুল আওলাদ (সুমন)।
দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মারুফাত হাসান তার হাতে এ সম্মাননা তুলে দেন। পুলিশের পেশাগত দায়িত্ব পালনে অসাধারণ সাফল্যের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।
এই অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে এএসআই সুমন বলেন, এই সাফল্য একার নয়, এটি বীরগঞ্জ থানার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল এবং আমাদের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর মহোদয়ের প্রতি, যাঁদের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।
এ সময় বীরগঞ্জ থানার অভিযানে অংশ নেওয়া সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সম্মাননা শুধু একজন কর্মকর্তার নয়, বরং পুরো থানার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও নিষ্ঠার স্বীকৃতি।