শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
১২ আগস্ট মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি-বহুপাক্ষিত অংশিদারিত্ব অগ্রগতি”-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ কে সামনে রেখে বর্ণাঢ্য র্যালীসহ নানা আয়োজনে মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তানভীর আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল গফুর, উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ আহাদ আলী মন্ডল সহ উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরও অনেকে।