২০২৫ সালের এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত “জুলাই বিপ্লব, জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ ২০২৫” অনুষ্ঠানটি। এ আয়োজন ছিল শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল একটি প্রজন্মের আত্মপ্রত্যয়, সংগ্রাম ও নেতৃত্বের পরিচয় বহনকারী এক অনন্য স্মারক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি জননেতা নুরুল হক নুর, যিনি তার জ্বালাময়ী বক্তব্যে নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায় ও সাহসিকতার পথে চলার আহ্বান জানান। তিনি বলেন, “নবীনরাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে, আর সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, ন্যায়ের রাষ্ট্র।”
বিশেষভাবে এই আয়োজনে “জবি অগ্নিকন্যা সম্মাননা” প্রদান ছিল এক আবেগঘন মুহূর্ত। যেসব সাহসী ছাত্রী আন্দোলন, অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের স্বীকৃতি দেওয়া হয় এই সম্মাননার মাধ্যমে। এটি ছিল নারী নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও আগামী দিনের সাহসী মেয়েদের জন্য এক অনুপ্রেরণা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরা হয়। জুলাই বিপ্লব শুধু একটি তারিখ নয়, এটি একটি চেতনার নাম—যেখানে ছাত্র-জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ ছিল অনিবার্য।
এই আয়োজন প্রমাণ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ শুধু শিক্ষা অর্জনে সীমাবদ্ধ নয়; তারা নেতৃত্ব দিতে জানে, সংগ্রাম করতে জানে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রস্তুত। “জুলাই বিপ্লব, অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ ২০২৫” অনুষ্ঠানটি হয়ে থাকবে ছাত্ররাজনীতির ইতিহাসে এক দীপ্তময় অধ্যায়।
মোঃ মোস্তফা কামাল
সহ-সভাপতি গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা।