পেটের ক্ষুধা মেটায় অন্ন
আরো মেটায় ফল
মনের বেলায় আমি শূন্য
তৃষ্ণা মেটায় জল
হায়রে সারাবেলা হরহামেশা
কাজের নেইকো ধুম
ঐ রাত্রিভর যায় চেতন করে
সাঝেঁর বেলায় ঘুম
দুপুর গড়িয়ে গড়িমসি
স্নান গতি ধীরো
ডাক পাড়িতেই নেইকো ইচ্ছে
ভাত খাবনা সরো
শেষ বিকেলে গত্র কাবু
নেয়না তবু রেশ
নয়ন বাবু নিদ্রা গেলেও
মনট উড়ো বেশ
ক্ষুধার জ্বালে পেটের পীড়া
বৈদ্য দর্শনে সাড়ে
নিদ্রাহীনা টানছে পিছু
রিপু নাহি ছাড়ে
এই জলপট্টি ই “মহৌষধ
চিকিৎসা না মেলে
তৃষ্ণা লাগিয়াই রয় মোর
নিদ্রা হীনতার বদলে