শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
বিভাগীয় লেখক পরিষদ রংপুরের, দিনাজপুর জেলা কমিটির বার্ষিক সভা, সাহিত্য পাঠের আসর ও রেজিস্ট্রেশন কার্যক্রম গতকাল মুন্সিপাড়াস্থ হেমায়েত আলী পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা কমিটির সভাপতি ওয়াসিম আহমেদ শান্ত এতে সভাপতিত্ব করেন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন।
আসছে ১ডিসেম্বর রংপুর বিভাগের ৮টি জেলাকে নিয়ে কেন্দ্রীয়ভাবে রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় লেখক পরিষদের ১৫তম সাহিত্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় কমিটি প্রদত্ত বিভিন্ন নিয়ম কানুন ও সম্মেলনের রেজিস্ট্রেশন বিষয়ক আলোচনাসহ সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হীরার প্রাণবন্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কবি ইয়াসমিন আরা রানু, সহ-সভাপতি কবি ইব্রাহীম শাহ, বীর মুক্তিযোদ্ধা কবি আবুল হোসেন, কবি ও ছড়াকার মমিনুল ইসলাম, কবি সৈয়দ আঁখিম আলী, কবি আব্দুল কুদ্দুস, কবি ডি এম মুজির, সাংবাদিক ও কবি অনন্য আমিনুল, সাংবাদিক ও কবি শেখ সাইদুল আলম সাজুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই স্বরচিত কবিতা পাঠ করে শোনান পরে পঠিত কবিতার উপর সংক্ষিপ্ত আলোচনা হয়।