শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
বীরগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে প্রকাশ্যে বেধরক মারধর ও জবাই করে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে।
গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার দুপুর ১২ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঝাড়বাড়ী হাটে রাঙ্গালী পাড়া গ্রামের মৃতঃ আবুল হোসেনের পুত্র, শতগ্রাম ইউনিয়নের তরুন দলের সভাপতি, মাছ ব্যবসায়ী জসিম উদ্দীন তার তালাক প্রাপ্ত সাবেক স্ত্রী একই ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত নিজামুদ্দীনের মেয়ে মোছাঃ নাজমা বেগম কে বেধরক মারধর করে এবং জবাই করে হত্যার হুমকি প্রদান করে বলে অভিযোগ করেন সাবেক স্ত্রী নাজমা বেগম ও প্রত্যক্ষ দর্শীরা।
নাজমা বেগম অভিযোগ করেন, জসিমের সাথে আমার দুই বছর আগে বিবাহ হয়, একবছর সংসার করার পর সে আমাকে তালাক দেয় । তালাক দেয়ার কিছুদিন পর থেকে সে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বিরক্ত করতে থাকে। আমাকে আবার বিবাহ করতে চায়, বিবাহে রাজি না হওয়ায় সে আমার সাথে বিবাহ ছাড়া পূণরায় অনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, আমি তাতে রাজি না হওয়ায় সে আমাকে নানা রকম হুমকি প্রদান করেন। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার আমি আমার সন্তানের জন্মনিবন্ধন করার জন্য দুপুর ১২ টায় শতগ্রাম ইউনিয়ন পরিষদে আসলে পরিষদের সামনের রাস্তায় জসিম এবং তার বর্তমান স্ত্রী ও বোন সহ কয়েকজন আমাকে চরম ভাবে মারধর করেন। আমি প্রাণ বাচাঁতে তাদের নিকট থেকে ছুটে দৌড়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করলে জসিম সেখানে ঢুকেও আমাকে মারধর করার চেষ্টা করে।, সে সময় চেয়ারম্যান সহ পরিষদে অবস্থান করা লোকজন ও গ্রাম পুলিশগন আমাকে রক্ষা করেন।
এ বিষয়ে অভিযুক্ত জসিমের নিকট জানতে চাইলে তিনি জানান, নাজমা আমার সাবেক স্ত্রী, তাকে আমি তালাক দিয়েছি কিন্তু সে আমাকে মোবাইলে নানা রকম মেসেজ দেয় এবং গালাগালি করেন । এ বিষয়টি আমার পরিবারের লোকজন শোনার পর তারা নাজমাকে মারধর করেন। তবে আমি তার গায়ে হাত দেইনাই।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকা গ্রাম পুলিশ ও সেবা নিতে আসা লোকজন মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারা জসিমের এরকম বেপরোয়া ও সন্ত্রাসী আচরণের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । তারা জসিমের চুড়ান্ত শাস্তি দাবি করেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীর বেশ কয়েকজন বলেন, বর্তমানে তার টাকা পয়সা হওয়ায় এবং একটি রাজনৈতিক দলের ইউনিয়ন সভাপতি হওয়ার পর থেকে তার বেপরোয়া আচরণ লক্ষ করা যাচ্ছে । দলের পদপদবী ব্যবহার করে সে দিনের পর দিন নানা রকম অপকর্ম করে যাচ্ছে। এর সুষ্ঠ বিচার হওয়া প্রয়োজন। বর্তমানে নাজমা বেগম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আইনী ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান অভিযোগকারী । এ বিষয়ে নাজমা প্রশাসন ও সরকারের নিকট এর সুষ্ঠ বিচার দাবী করেন।