শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের বীরগঞ্জে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, অনেক সময় ছোটখাটো ঘটনা ধর্মীয় বিষয় হিসেবে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে দেশব্যাপী গুজবে রূপ নেয়। এসব গুজব ঠেকাতে এবং শারদীয় দুর্গাপূজা সুন্দর সুষ্ঠুভাবে উদযাপনে সেনাবাহিনী, র্যাব, আনসার ও পুলিশের সাইবার ক্রাইম টিম সর্বদা মাঠে থাকবে। তারা ২৪ ঘন্টা সাইবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় সাংবাদিকদের আরো জানান, এই উপজেলায় ১৬৩টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে, পাশাপাশি ১২ টি মোবাইল টিম ও ১৫টি মোটরসাইকেল টিম
মাঠে নিয়জিত রয়েছে। চলবে নিয়মিত তল্লাশী। পূজা উৎযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে।
বীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো: জাহিদুর রহমান জানান,উপজেলার যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স ব্যাটালিয়ন আনসার টিম প্রস্তুত রাখা হয়েছে। এদের মধ্যে পিসি ৮০ জন, এপিসি ১৬০ জন, পুরুষ ভিডিপির সদস্য ৮০০ জন এবং মহিলা ভিডিপি সদস্যা ৩২০ জন। ১৬৩ টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ -৬১ টি, গুরুত্বপূর্ণ -৭৫ টি ও ২৭ সাধারণ পূজা মন্ডপসহ সর্বমোট ১১০০ জন আনসার ও ভিডিপি সদস্য/ সদস্যা পূজামণ্ডপে মোতায়েন রয়েছে। যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করবেন।