1. titulh9@gmail.com : T TIMES NEWS : T TIMES NEWS
  2. info@www.ttimesnews.com : T TIMES NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বই পর্যালোচনা-কবি শাহিদা পারভীন রেখার ৩ কাব্যগ্রন্থ দিনাজপুরে চারটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের জরিমানা আদায় বীরগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন বীরগঞ্জে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪আসন মো. জাকারিয়া আনসার মিলন-এর বহিষ্কারাদেশ বিপিএলে দেশীয় খেলোয়াড়দের ক্যাটাগরি- তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার কুষ্টিয়ায় দুই দিনব্যাপী ‘উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা–২০২৫’ সফলভাবে সম্পন্ন

দিনাজপুরে উৎসব মূখর পরিবেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা জীবনসঙ্গী খোজার বউ মেলা।

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

দিনাজপুরে উৎসব মূখর পরিবেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা জীবনসঙ্গী খোজার বউ মেলা।

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ

উৎসব মুখর পরিবেশে দিনাজপুরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা জীবনসঙ্গী খোঁজার বউ মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী এই মেলাটি পরিনত হয় মিলন মেলায়।

প্রায় ২০০ বছর ধরে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর পরের দিন কোন প্রচার ছাড়াই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা জীবনসঙ্গী খুজার জন্য উপস্থিত হয়। জনগনের উপস্থিতিতে মেলায় পরিনিত হয় গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ। যা স্থানীয় লোকজনের কাছে বাসিয়াহাট বা বউ মেলা নামে পরিচিত। সময়ের পরিবর্তনে এখন বউ মেলাটি মিলন মেলা নামে পরিচিত হচ্ছে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসি সাওতাল) মেয়েরা জীবনসঙ্গী খুজার জন্য হাতে চুড়ি, কপালে টিপ, রঙিন শাড়িতে অপরূপ সাজে পছন্দের জীবনসঙ্গীর খোঁজে দূর-দূরান্ত থেকে মেলায় হাজির হয়েছেন তরুণ-তরুণীরা। পরস্পরের পছন্দ হলেই বেজে ওঠে সানাইয়ের সুর। প্রথমে আলাপচারিতা, তারপর অভিভাবকদের জানানো। শেষে ধুমধাম করে শুরু হয় বিয়ের আয়োজন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীদের পাশাপাশি সনাতন ও ইসলাম ধর্মাবলম্বী মানুষও উপস্থিত হয় এ মেলায়।

ঐতিহ্যবাহী বউ মেলা উপলক্ষে ৩ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদ ও ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে বিদ্যালয়ের মাঠে ”মিলন মেলা” নতুন নামে আদিবাসীদের একক নৃত্য পরিবেশন সহ নাচ-গানের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতা জোসেফ হেমরমের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মনজু।

বিষেশ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, কারিতাসের আঞ্চলিক পরিচালক রবি মার্ডি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহব্বায়ক মনোজ কুমার রায় প্রমুখ।

এসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছেলেমেয়েরা ঢোল, মন্দিরা, কাঁসর, কাড়া, হারমোনিয়ামের তালে নৃত্য পরিবেশনের মাধ্যমে অতিথিদের স্বাগতম জানায়।

চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানায়, আগে মেলায় তরুণ-তরুণীরা পছন্দের মানুষ খুঁজে পেলে পরিবারের কাছে জানাতেন। পরের বছর মেলায় তাঁদের নাম-পরিচয় তুলে ধরে বিয়ের আয়োজন করা হতো। এখনো অনেকেই মেলায় ছেলে-মেয়ের জীবনসঙ্গী খুঁজে পেলে হয়তো বিয়ে দেন। তবে আগের মতো বিয়ে-শাদির ব্যাপারগুলো এখন আর নেই। এরপরও ঐতিহ্য ধরে রেখেছেন আয়োজকেরা।

আদিবাসী নেতা জোসেফ হেমরম জানায়, মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। দিনাজপুর ছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, জয়পুরহাট ও নওগাঁ জেলা থেকেও অনেক মানুষ মেলায় আসেন। বউ মেলা উপলক্ষে বিদ্যালয়ের মাঠে নানা পণ্যের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। বিদ্যালয়ের মাঠসহ পুরো গোলাপগঞ্জ বাজার এলাকা পরিণত হয় জনসমুদ্রে। জিলাপি, নিমকি, পিঠা, ফুচকা, চটপটিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর দোকানের পাশাপাশি মেয়েদের অলংকারের দোকান, শিশুদের খেলনা সামগ্রী, গৃহস্থালির নানা সরঞ্জাম, তৈজসপত্র, মাটির তৈরি জিনিসসহ দেড় সহস্রাধিক দোকান বসে এ মেলায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট