
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধিঃ
সামাজিক কর্মী নাহিদা আক্তার এর ব্যক্তিগত উদ্যোগ ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৩টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গে নাহিদা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান এবং তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
🔹 তার তৎপরতায় তিনটি কিশোরী অনাকাঙ্ক্ষিত বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে।
🔹 পরিবারগুলোকে বুঝিয়ে সঠিক বয়সের আগে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয়— এ বিষয়ে সচেতন করা হয়।
🔹 প্রশাসনের পক্ষ থেকে বিয়ের আয়োজন স্থগিত করে অভিভাবকদের মুচলেকা নেওয়া হয়।
নাহিদা আক্তার জানান,
“একটি মেয়ের জীবনের স্বপ্ন থেমে যাক — তা আমি কোনোভাবেই হতে দিতে পারি না। আলহামদুলিল্লাহ, উপজেলা প্রশাসন পাশে দাঁড়িয়েছে বলেই আজ তিনটি মেয়ের ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব হয়েছে।”
💬 উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন নাগরিকদের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। নাহিদার মতো তরুণদের এগিয়ে আসা সমাজ পরিবর্তনের ইতিবাচক দৃষ্টান্ত।
স্থানীয় সচেতন মহল মনে করছে,
👉 তরুণ সমাজ এইভাবে সক্রিয় থাকলে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করা কঠিন হবে না।
📌 উল্লেখ্য, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নাহিদা ইতোমধ্যেই এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধের একটি বলিষ্ঠ কণ্ঠ হিসেবে পরিচিতি পেয়েছেন।