কুমিল্লা প্রতিনিধি নাহিদা:
বরুড়া উপজেলায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ আর্থ সোসাইটি। রোদেলা দুপুরে শুরু হওয়া এই ক্যাম্পে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসাসেবা, পরামর্শ ও প্রাথমিক ওষুধ সহায়তা পান।
ক্যাম্প পরিচালনায় মাঠপর্যায়ে কাজ করেন সংগঠনের একঝাঁক তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক, যারা সকাল থেকেই সেবা নিতে আসা মানুষের সারিতে শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে প্রয়োজনীয় সাহায্য প্রদান করেন আন্তরিকতার সঙ্গে।
ক্যাম্পটি পরিদর্শনে উপস্থিত ছিলেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি বলেন—
“এ ধরনের সেবামূলক উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। এই প্রজন্ম যদি মানবতার সেবায় এগিয়ে আসে, তাহলে পরিবর্তন অনেক দূরে নয়।”
পুরো আয়োজনটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছে মডেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টার।
তত্ত্বাবধান, ব্যবস্থাপনা ও সামগ্রিক সমন্বয়ে নেতৃত্ব দিয়েছেন সেইভ আর্থ সোসাইটির সম্মানিত ডিরেক্টর মাহমুদুল হাসান নোহাশ, যিনি সাংবাদিকদের জানান—
“গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানো আমাদের মূল লক্ষ্য। মানুষের দরজায় কড়া নাড়া সেবার এ ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই।”
স্থানীয়রা জানান,
👉 “সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা শহরকেন্দ্রিক হলেও এই ধরনের ক্যাম্প প্রান্তিক মানুষের জন্য আশীর্বাদ।”
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং তারা এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।