
একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার জীবন শুরু হয়েছিল মুক্ত মাতৃভূমির স্বপ্ন নিয়ে। আজও আমার সেই অঙ্গীকার অটুট। আমি দেখি আমাদের প্রিয় জন্মভূমি এক কঠিন সময় পার করছে। মানুষের মৌলিক অধিকার আজ বিপন্ন, গণতন্ত্র নির্বাসিত। এই দুঃসময়ে, আমাদের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই।
আজ যখন জাতীয় রাজনীতিতে হতাশা, তখন আমরা তাকিয়ে থাকি আমাদের একমাত্র ভরসা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের কাণ্ডারি তারেক রহমান-এর দিকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর আপোসহীন সংগ্রাম আমাদের প্রেরণা। আর তারেক রহমান, যিনি দূর থেকেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে দিকনির্দেশনা দিচ্ছেন, তিনি আমাদের তারুণ্যের শক্তি ও ভবিষ্যতের স্বপ্ন।
বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাতে গড়া একটি আদর্শ—বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ এবং জনগণের সার্বভৌমত্বের আদর্শ। যখনই জনগণের জন্য সংগ্রাম করার সময় এসেছে, বিএনপি কখনও পিছপা হয়নি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক মুক্তিই আমাদের মূল লক্ষ্য।
আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের পথ কখনও বৃথা যায় না। মহান আল্লাহ্ তা’আলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন:
”বলুন, সত্য সমাগত এবং মিথ্যা বিলুপ্ত; নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।” (সূরা বনী ইসরাঈল: আয়াত ৮১)
আমাদের সামনে সাময়িক অন্ধকার আসলেও, চূড়ান্ত বিজয় সত্যেরই হবে। আমাদেরকে ধৈর্য্য ও সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের পাশে থাকা এবং তাদের অধিকারের জন্য লড়াই করাই সত্যিকারের রাজনীতি।
”The ultimate measure of a man is not where he stands in moments of comfort and convenience, but where he stands at times of challenge and controversy.”
(মানুষের চূড়ান্ত বিচার হয় না যখন সে স্বাচ্ছন্দ্য ও সুবিধাজনক পরিস্থিতিতে থাকে, বরং তার বিচার হয় যখন সে চ্যালেঞ্জ ও বিতর্কের সময়ে দাঁড়ায়।)
আমার রক্তে মেশা কুমারখালী-খোকসার প্রতিটি মানুষ আমার পরিবার। আমি বারবার নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আমাদের এলাকার উন্নয়ন ও জনগণের হাসিই আমার রাজনীতি। যত বাধাই আসুক, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আগামী দিনে সকল ষড়যন্ত্র ছিন্ন করে, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই জনপদের হারানো গৌরব ফিরিয়ে আনব।
আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।
বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩