1. titulh9@gmail.com : T TIMES NEWS : T TIMES NEWS
  2. info@www.ttimesnews.com : T TIMES NEWS :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তফশিলের পর আনুষ্ঠানিক ঘোষণা বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি, যা বলছে ভারত ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি : তারেক রহমান মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ ভাষার জন্য ও ভাষাকে বাঁচিয়ে রাখতে লড়েছেন আহমদ রফিক দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টি হবে ২৯ অক্টোবর লিবিয়া থেকে দেশে ফিরল প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি আমার প্রিয় কুষ্টিয়া-০৪ (কুমারখালী-খোকসা) এর জনগণ এবং দেশপ্রেমিক সকল ভাই-বোন, আসসালামু আলাইকুম। শিরোনাম: বরুড়ায় সেইভ আর্থ সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প — প্রান্তিক মানুষের পাশে মানবিক সেবা উদ্যোগ।

অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি, যা বলছে ভারত

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি, যা বলছে ভারত

নারী ওয়ানডে বিশ্বকাপের আসরে ভারতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের ইন্দোরে রাস্তা দিয়ে হেঁটে ক্যাফেতে যাওয়ার সময় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি তাদের শরীরে বাজেভাবে স্পর্শ করে এবং অশালীন অঙ্গভঙ্গি করে। এই ঘটনায় আকিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইন্দোরের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কমিশনার রাজেশ দানডোটিয়া জানান, অস্ট্রেলিয়া নিরাপত্তা দলের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে আকিল নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার নামে আগেও মামলা রয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘটনাটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ এবং ‘দেশের জন্য অপমানজনক’ বলে অভিহিত করেছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, ‘পুরো ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা এর নিন্দা করি। আমরা প্রয়োজনীয় সব সতর্কতা নেব। পুলিশ অভিযুক্তকে ধরেছে।’

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মধ্যপ্রদেশ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, ‘এটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের জন্য অপমান বয়ে আনে। অপরাধীকে ধরার জন্য রাজ্য পুলিশের (মধ্যপ্রদেশ) দ্রুত পদক্ষেপের আমরা প্রশংসা করি। আইন তার প্রক্রিয়া অনুসরণ করে অপরাধীকে শাস্তি দেবে।’

এদিকে, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে ভারতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্সে তিনি লিখেছেন, ‘লজ্জাজনক। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গর্ব করি, কিন্তু নারীদের নিরাপদ পরিবেশ দিতে ব্যর্থ হই। কী লজ্জার ব্যাপার।’

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ইন্দোরে আজ দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে। গ্রুপ পর্বে এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। এর আগে ইন্দোরে ইংল্যান্ডকে হারিয়েছে অজি নারীরা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট