1. titulh9@gmail.com : T TIMES NEWS : T TIMES NEWS
  2. info@www.ttimesnews.com : T TIMES NEWS :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

নতুন পে-স্কেলে ঈদ বোনাস থেকে পেনশন পর্যন্ত থাকছে বড় পরিবর্তন

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। বুধবার (২৯ অক্টোবর) পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়।

বিএফএ প্রস্তাব করেছে, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হোক। পাশাপাশি বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ করা এবং তা সব গ্রেডের চাকরিজীবীদের জন্য প্রযোজ্য করার দাবি জানানো হয়েছে।

লিখিত প্রস্তাবে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বন অধিদপ্তরে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ডিগ্রিধারী ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেডে উন্নীত করতে হবে। সেই সঙ্গে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় (রীট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুসারে ফরেস্টারদের প্রাপ্য পদমর্যাদা ও বেতন দ্রুত বাস্তবায়নেরও দাবি জানানো হয়েছে।

এছাড়া শিক্ষা ভাতা একজন সন্তানের জন্য ২ হাজার এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা, চিকিৎসা ভাতা মাসিক ৫ হাজার টাকা, টিফিন ভাতা মাসিক ৩ হাজার টাকা এবং বৈশাখী ভাতা মূল বেতনের সমান করার প্রস্তাব দিয়েছে বিএফএ। সংগঠনটি বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং পেনশন সুবিধা ১০০ শতাংশ করারও দাবি জানিয়েছে।

বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরতদের জন্য ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ নির্ধারণের পাশাপাশি সরকারি দায়িত্ব পালনকালে আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া প্রতি পাঁচ বছর অন্তর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী বেতন-ভাতা পুনর্বিবেচনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট