1. titulh9@gmail.com : T TIMES NEWS : T TIMES NEWS
  2. info@www.ttimesnews.com : T TIMES NEWS :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

প্রথম শিরোপার স্বপ্নে বিভোর ভারত-দক্ষিণ আফ্রিকা

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নারী ওয়ানডে ক্রিকেট পেতে যাচ্ছে এক নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। নারী বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডকে ছাড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের মেগা ফাইনাল। আগামীকাল নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

দুই দলই নানা চড়াই-উতরাই পেরিয়ে ফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে ৬৯ ও ৯৭ রানে অলআউট হওয়ার লজ্জা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারত, গ্রুপ পর্বে শীর্ষ তিন দলের (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা) কাছে হারলেও সেমিফাইনালে এসে নিজেদের জাত চেনায়। সেমিতে তারা টুর্নামেন্টের পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটায়। একইভাবে, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

আগামীকালের ফাইনালে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। ৩০ হাজারের বেশি দর্শক আর চেনা মাঠ দুই-ই তাদের পক্ষে। নাভি মুম্বাইয়ে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। যেখানে এই টুর্নামেন্টের একটি ম্যাচও এই মাঠে খেলেনি দক্ষিণ আফ্রিকা। নতুন ভেন্যুর সঙ্গে মানিয়ে নেওয়াটা প্রোটিয়াদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। তবে সেমিফাইনালের পর ভারতের চেয়ে বেশি বিশ্রামের সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা, যা তাদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখবে।

রোমাঞ্চকর এই ফাইনালে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মুম্বাইয়ের হঠাৎ বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামীকাল বিশেষ করে বিকেল ৫টার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে রোববার ম্যাচ শেষ করা না গেলে, সোমবার রিজার্ভ ডে-তে খেলা গড়াবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট