1. titulh9@gmail.com : T TIMES NEWS : T TIMES NEWS
  2. info@www.ttimesnews.com : T TIMES NEWS :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে, যেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, বৈঠকে একক ও জোটগত প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি প্রধান আলোচ্য হিসেবে রয়েছে।

গুলশানে অনুষ্ঠিত এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সরাসরি উপস্থিত আছেন, আর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন তারেক রহমান। একইসঙ্গে বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদকদেরও দুপুরে গুলশানে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে, রোববার রাতে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রবাসী সদস্যদের জন্য প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচি চালু করা হয়।

রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এ উপলক্ষ্যে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান ঘোষণা দেন, শিগগিরই দলীয় প্রার্থীদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘খুব শিগগিরই বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দল যাকে যে আসনে মনোনীত করবে, তাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

গত দুই সপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন তারেক রহমান। বৈঠকে তিনি স্পষ্ট করে বলেছেন, দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় প্রায় দুই শত আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্প্রতি জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রায় দুইশ আসনের প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট