
কুষ্টিয়ায় উইকিমিডিয়া বাংলাদেশ ও অশ্রু আর্কাইভের যৌথ আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা–২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে।স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশ–বিদেশে তুলে ধরা এবং গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে অশ্রু আর্কাইভ এই কর্মশালাটির আয়োজন করে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেন লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থীসহ মুক্ত জ্ঞান–আগ্রহীরা। কর্মশালায় অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া, উইকিসংকলন ও উইকিমিডিয়া কমন্স প্রকল্পে অবদান রাখার নিয়ম–প্রক্রিয়া, নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যবহার, কপিরাইট নীতি, মুক্ত জ্ঞানচর্চা, স্থানীয় জ্ঞান ও সংস্কৃতির ডিজিটাল সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি গবেষণা কাজের মৌলিক কাঠামো, উদ্দেশ্য ও প্রক্রিয়া, ‘হালচাল’ ও ‘অন্দরবাহির’ দিক নিয়ে কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হয়। দুই দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উইকিপিডিয়ার প্রশাসক মাসুম আল হাসান রকি, উইকিপিডিয়া ও উইকিমিডিয়া কমন্সের প্রশাসক মহীন রীয়াদ এবং অশ্রু আর্কাইভের প্রতিষ্ঠাতা, শিল্পী, লেখক ও গবেষক শাওন আকন্দ।কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।অশ্রু আর্কাইভ জানিয়েছে, ভবিষ্যতেও তারা যৌথভাবে এ ধরনের প্রশিক্ষণ ও জ্ঞান–উন্মুক্ত কার্যক্রম অব্যাহত রাখবে।
-মাঈন উদ্দীন, কুষ্টিয়া