
শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
৩ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর ও জোতরঘু গ্রামের স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে দুইটি গ্রামের প্রায় কয়েকশত লোক অংশগ্রহন করেন। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন দর্গাডাঙ্গা কবরস্থান কমিটির সভাপতি মহসিন আলী (শামীম), সেক্রেটারী গোলাম মোস্তফা, ১নং সদস্য মোঃ খাইরুল ইসলাম, সদস্য রফিক আহম্মেদ, মোঃ ইসরাফিল আলম, ফজলুল হক সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় ব্যক্তি ভুয়া কাগজ পত্র দেখিয়ে ভুয়া রায় নিয়ে এসে কবরস্থানটি দখল করার পায়তারা করছে। তারা আরো বলেন,আমরা প্রায় একশত বছরের অধিক সময় ধরে এই স্থানটি কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছি।
এলাকাবাসীরা বলেন, এযাবত এখানে প্রায় কয়েকশত লোককে দাফন করা হয়েছে। কিন্তু একই এলাকার আলী আহম্মেদ ও নুর আহম্মেদ গং কবরস্থানটি দখলের জন্য পায়তারা করছেন। তারা কিছু ভূয়া কাগজপত্র তৈরী করে আদালতের মাধ্যমে রায় নিয়ে আসলেও সেটির বিপক্ষে কবরস্থান কমিটি আপিল করেছে বলে জানান। বিষয়টি নিয়ে এলকাবাসী গভীরভাবে উদ্বিগ্ন হয়ে তারা মানববন্ধন করেন। মানববন্ধনে আসা লোকজন বলেন, আমরা জীবন দিয়ে হলেও এই কবরস্থান রক্ষা করবো। তারা বলেন আমরা সরকারের নিকট জোর দাবি জানাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমাদের দীর্ঘ দিনের এই কবরস্থানটি সরকারের আওতায় রেখেই অত্র অঞ্চলের মানুষজনের শেষ ঠিকানা কবরস্থান হিসেবেই বহাল রাখার ব্যবস্থা করা হোক। অন্যথায় এলাকাবাসী আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। এবিষয়ে অভিযুক্ত আলী আহম্মেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) নিকট জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমরা সরেজমিনে তদন্ত করেছি, বিষয়টি নিয়ে মামলা চলমান রয়েছে।