
শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ ১০ ডিসেম্বর-২০২৫ বুধবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স অফিসার মো. রুনায়েত আমিন রেজা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উক্ত অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স শাফী ব্রিকস, মেলারডাঙ্গা, পার্বতীপুর ও মেসার্স বারী ব্রিকস, মরনাই, পার্বতীপুর নামক ২ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ৬,০০,০০০/- টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় করা হয়, সেই সাথে কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং মেসার্স যমুনা ব্রিকস, হয়বৎপুর, পার্বতীপুর ও ২ মেসার্স আর টি ব্রিকস, সৈয়দপুর, দূর্গাপুর, যশাইহাট, পার্বতীপুর নামক ২ টি ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙ্গে দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনা সদস্য, দিনাজপুর ক্যাম্প, পার্বতীপুর উপজেলার পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর সদস্যবৃন্দ।
পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ।