
শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
গতকাল ৮ ডিসেম্বর বেলা ১১ টায় বীরগঞ্জ উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন ও নবযোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম কে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। মতবিনিময় সভায় নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চাইলে বক্তাদের আলোচনায় মাদক, অনলাইন জুয়া, চুরি, আইনশৃংখলা, বীরগঞ্জ শহরের যানযট, সড়ক দুর্ঘটনা, সারের সংকট, বিনোদনকেন্দ্র সহ নানা বিষয় উঠে আসে। নবাগত অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার এ সকল বিষয়ে সমাধানের লক্ষ্যে সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বীরগঞ্জ কে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলবো।
অন্যান্যদের মধ্যে সভায় বক্ত্য রাখেন, বীর মুক্তিযোদ্বা মোঃকবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ক্বারী আজিজুর রহমান, এনসিপি নেতা জেমিয়ন রায় সাংবাদিক শাহিনুর ইসলাম, সিদ্দিক হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বৃন্দ।