
কুমিল্লার প্রতিনিধি নাহিদা—
মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা। আজ কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলার নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাবে।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনটির আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।