কুষ্টিয়ার খোকসায় কৃষকের কাছে বস্তাপ্রতি ৫৩০ টাকা বেশী দামে সার বিক্রি করায় বিএডিসি’র (আশা) ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
হাফিজুল ইসলাম বকুল খোকসা কুষ্টিয়া
রবিবার সন্ধ্যা ৭টার সময় খোকসা বাজারের প্রধান সড়কের মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিম জাহান। তিনি ভুক্তভোগী কৃষকের অভিযোগ শোনেন। ডিএপি সারের নির্দ্ধারিত মূল্য ১০৫০ টাকা প্রতিবস্তা। কিন্তু ডিলার হাজী মোঃ আবু মুছা আশারী ওরফে আশা কৃষকের কাছ থেকে প্রতিবস্তা সারের দাম রাখেন ১৫৮০ টাকা। কৃষকের অভিযোগের প্রমান মেলায় ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
আদালত সূত্র জানা যায়, সংকট সৃষ্টি করে কৃষকের কাছ থেকে বস্তাপ্রতি ৫৩০ টাকা অতিরিক্ত মূল্য রাখায় কৃষি বিপণন আইনের ২০১৮-১৯ (ড) ধারায় ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় খোকসা থানা প্রেসক্লাব এর সংবাদ মাধ্যম কর্মী ও অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।