কুষ্টিয়া-৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন ফরম দাখিল
হাফিজুল ইসলাম বকুল খোকসা কুষ্টিয়া
কুষ্টিয়া–৪ (খোকসা–কুমারখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী খোকসা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উস-জামান, সাবেক থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু, খোকসা পৌর বিএনপির সভাপতি এজেড রশিদ রেজা বাজু, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মমিন,গোপগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা শফিউর রহমান শফি, খোকসা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তৈয়ব আলী সরকার সহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির শতাধিক নেতাকর্মী।
মনোনয়ন দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।