
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় জনকল্যাণ সংস্থা (National Public Welfare Foundation)। তাদের হেলথ প্রজেক্ট এ দুইটি পদে নিয়োগ চলছে।
“জাতীয় জনকল্যাণ সংস্থা”(National Public Welfare Foundation) পরিচালিত হেল্থ কেয়ার প্রজেক্ট এ খোকসা উপজেলার অধীনে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য কর্মী (মহিলা) এবং ইউনিয়ন পর্যায়ে সুপারভাইজার (পুরুষ/মহিলা) পদে আকর্ষণীয় বেতনে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৭/১২/২০২৫ থেকে ০৮/০১/২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সিভি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সহ [স্বাস্থ্য কর্মী পদে ১০০ টাকা এবং সুপারভাইজার পদের জন্য ২০০ টাকা] মূল্যের (অফেরত যোগ্য) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ভাইবার তারিখ মুঠোফোনে জানিয়ে দেওয়া হবে।
ট্রেনিং শেষে নিয়োগপ্রাপ্ত কর্মীদের ওষুধ, এপ্রোন, বিপি সেট, থার্মোমিটার, ডায়াবেটিস চেক মেশিন, ব্যাগ, ছাতাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
স্বাস্থ্যকর্মী- এইচ এস সি অথবা সমমান।
সুপার ভাইজার- বি.এ অনার্স অথবা সমমান।
বিঃদ্রঃ প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
যোগাযোগের ঠিকানাঃ
জাতীয় জনকল্যাণ সংস্থা (হেলথ কেয়ার প্রজেক্ট)
উপজেলার সামনে, চরপাড়া, খোকসা।
প্রয়োজনে:০১৫৪০-৭৪৩৪৩৪, ০১৯৬২-৩৬৩৩৭২।